সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৩

ভালোবাসা দরজার ওপাশে দাঁড়িয়ে খুব আস্তে আস্তে কড়া নাড়তে থাকে। খুব নীরবে সে ডেকে যায়, একটু শোনার সময় আপনার আছে কি?

বৃদ্ধাশ্রমে এক বৃদ্ধ মহিলা সব সময় মন খারাপ করে বসে থাকতেন। তিনি কখনোই কারো সাথে কোনো কথা বলতেন না । বৃদ্ধাশ্রমের রেজিস্টার খাতায় লেখা না থাকলেও সবাই তিনি কথা বলতে পারেন না বলেই ধরে নিয়েছিলো। তিনি কাউকে কখনো কোনো কিছুর জন্য অনুরোধও করতেন না। দিনের বেশির ভাগ সময়ে তার দোলন চেয়ারে বসে দোল খেতেন।

বৃদ্ধাকে তার কোনো আত্বীয় কখনো দেখতেও আসতো না। কিন্তু প্রতিদিন সকালে এক সহৃদয় নার্স তার রুমে যেতো। সে কখনোই বৃদ্ধার সাথে কোনো কথা বলার চেষ্টা করতো না,কোনো প্রশ্নও করতো না। শুধু আরেকটি চেয়ার বৃদ্ধার পাশে টেনে নিতো এবং তার সাথে বসে থাকতো।

এভাবে সপ্তহের পর সপ্তাহ গেল, মাসের পর মাস গেল।বৃদ্ধা একদিন নার্সের দিকে তাকিয়ে অশ্রুসজল কন্ঠে বলে উঠলো, 'ধন্যবাদ','তোমাকে অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য।'

আপনার বৃদ্ধ মা-বাবা আপনার কাছে খুব বেশি কিছু চান না। তারা আপনার ব্যস্ত দিনের খুব ছোট একটা সময় চান।

বলা হয়ে থাকে ভালোবাসা দরজার ওপাশে দাঁড়িয়ে খুব আস্তে আস্তে কড়া নাড়তে থাকে। খুব নীরবে সে ডেকে যায়, একটু শোনার সময় আপনার আছে কি?


হাসান ইমতি

অকপট  
সত্য যেথা দ্বিধাশূন্য, মুক্ত যেথা বাক ।  

থ্যসুত্রঃ ইন্টারনেট ।       

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন