বৃহস্পতিবার, ২৭ জুন, ২০১৩

আম যখন শসা ।

চওসা আম

আপনি দোকানীকে বললেন ০২ কেজি “শসা” দিন । দোকানী আপনাকে ০২ কেজি “আম” মেপে দিল । আপনি ০২ কেজি আমের দাম ১২০ টাকা কেজি হিসেবে মোট ২৪০ টাকা দিলেন । এর থেকে আপনি কি বুঝলেন ?
এরকম একটি ঘটনা আমার সাথে আজ ঘটেছে । আপনি ভেবে বোধহয় অবাক হচ্ছেন যে “শসা” চাওয়া হল অথচ দোকানী দিল “আম” । আর ক্রেতাও এতে কোন কথা না বলে দাম দিয়ে আম নিয়ে চলে গেল । এবার বলি আসল ঘটনা ।
আমার সাথে এমন একটি ঘটনা ঘটেছে জয়দেবপুর বাজারে । আমি একটা কাজে জয়দেবপুর গিয়েছিলাম । ফেরার পথে দেখলাম আম বিক্রি হচ্ছে । বিক্রেতাকে জিজ্জেস করলাম এটা কি আম ? বিক্রেতা বলল “শসা” । শসা নামে যে কোন আম আছে আমার জানা ছিল না তাই আবার জিজ্জেস করলাম এবারও একই উত্তর পেলাম “শসা” । এবার একটি আম হাতে নিয়ে ভালো করে দেখলাম । এটা আসলে ইন্ডিয়ান “চওসা” আম । যাকে কেউ কেউ চোষা ও বলে থাকেন । ইন্ডিয়া থেকে গাজীপুর পর্যন্ত আসতে আসতে “চওসা” বদলে হয়ে গেছে “শসা” । ভাগ্যিস আমগুলোও বিবর্তনের ধারায় বদলে শসা হয়ে যায়নি ।


ধন্যবাদান্তে, 

হাসান ইমতি

অকপট  
সত্য যেথা দ্বিধাশূন্য, মুক্ত যেথা বাক ।
 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন