বুধবার, ২৬ জুন, ২০১৩

সাধের ল্যাপটপ, সাধ্যের ল্যাপটপ ।

 
ম্যাকবুক এয়ার ১১"

বর্তমান নেটবুকটা ব্যবহার করছি বছর খানেক হল । এটা বাংলাদেশ সরকারের বের করা "দোয়েল" এর একটি মডেল । প্রথম যখন বের হল তখন অনেক শখ করে টঙ্গিস্থ টেলিফোন শিল্প সংস্থা থেকে কিনে এনেছিলাম । চার্জ একটু কম থাকে । তাছাড়া পারফরমেন্সও একেবারে খারাপ না ।  কিন্তু সমস্যা একটাই "দোয়েল" দেখলেই লোকজন ভাবে এটা বোধহয় খুব সস্থা । এক কথায় গরীবের ল্যাপটপ । লোকজন করুণার চোখে তাকায় ফলে এটা নিয়ে বের হওয়া একরকম প্রেস্টিজ ইস্যু হয়ে গেছে । তাই বেশ কিছু দিন যাবৎ নতুন একটা নেটবুক/ল্যাপটপ কেনার ইচ্ছা ক্রমাগত মাথাচারা দিয়ে উঠছে । কিছুদিন আগে অ্যাপলের ম্যাকবুক এয়ার ১১" দেখে একদম ফিদা হয়ে গেছি । কোন নেটবুক মডেলে এখন আর মন ভরে না । আগে নেটবুকগুলো কত সুন্দরই না মনে হত - ছোট্ট স্লিম কুটুকুটু নেটবুক । ম্যাকবুক এয়ার দেখার পর সবগুলা কেমন যেন খাপছাড়া ডিজাইন মনে হয় ।

শুধু সমস্যা একটাই গৌরি সেন অনেক আগেই মারা গেছেন । তার বংশধরের কেউ বেঁচে আছে কিনা তাও জানিনা । আপনারা কেউ কি জানেন ? জানলে দয়া করে একটু জানাবেন । তাহলে এই গরীবের বড়ই উপকার হয় । নয়তো অন্যান্য অনেক কিছুর মত এবারও না পাওয়ার বেদনা বুকে নিয়ে এইস পি, ডেল বা আসুসের কোন মডেল দিয়েই কাজ চালিয়ে নিতে হবে।


ধন্যবাদান্তে, 

হাসান ইমতি

অকপট  
সত্য যেথা দ্বিধাশূন্য, মুক্ত যেথা বাক ।
 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন