শুক্রবার, ২৮ জুন, ২০১৩

চুদুরবুদুর ডটকম ।


চুদুরবুদুর ডটকমে সংসদের ওয়েবপেজ । 
 
কয়েকদিন আগে সংসদ সচিবালয়ের পক্ষ থেকে জানানো হয় জাতীয় সংসদের ওয়েব এ্যাড্রেস হ্যাকড হয়েছেজাতীয় সংসদের ওয়েব ঠিকানা www.parliament.gov.bd তবে গত কয়েকদিন থেকেই একই সঙ্গে চুদুরবুদুরডটকম www.chudurbudur.com/ লিখলেও সংসদেরই ওয়েবসাইটটি দেখা যাচ্ছিল! সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম ফেসবুক এবং কয়েকটি আইটি ব্লগের মাধ্যমে প্রথমে বিষয়টি জানাজানি হয় তবে, আইটি এক্সপার্টরা জানিয়েছেন ভিন্নমততাদের মতে, সংসদের মূল ওয়েবসাইট থেকে সোর্স ফাইলগুলো কপি করে চুদুরবুদুর ডটকমের ডোমেইনে পেস্ট করা হয়েছে যে কারণে সংসদের মূল সাইটের মতোই দেখা যাচ্ছে এ সাইটটিপ্রযুক্তি কারিগরি ভাষায়  একে বলা হয়ে থাকে আইফ্রেম
ডোমেইন নিবন্ধন বিষয়ক তথ্যভাণ্ডার হুয়িজডটনেটের তথ্য অনুযায়ী, ডোমেইন নিবন্ধনদাতা মার্কিন প্রতিষ্ঠান গো ড্যাডিতে ডোমেইনটি নিবন্ধন করা হয় গত ১৩ জুনতবে নিবন্ধনকারী তার পরিচয় গোপন রেখেছেন
উল্লেখ্য, সংসদে চলতি বাজেট অধিবেশনে গত ৯ জুন বিএনপির এমপি রেহানা আক্তার জাতীয় সংসদে নোয়াখালীর আঞ্চলিক ভাষায় বলেছিলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার নিয়া কোনো চুদুরবুদুর চইলত নতারপর থেকে এ বাক্যটি নিয়ে সংসদ ও সংসদের বাইরে ব্যাপক বিতর্ক চলছেকলকাতার আনন্দবাজার পত্রিকা এ নিয়ে দুটি প্রতিবেদন ছাপেপত্রিকাটি লেখে-চুদুরবুদুর কোনো গালি নয়এটি আঞ্চলিক শব্দএর অর্থ টালবাহানা, বাড়াবাড়ি, গড়িমসিএ শব্দটি নিয়ে আওয়ামী লীগের সংসদ সদস্যরা সংসদ উত্তপ্ত করে তোলেনতারা রেহানা আক্তার রানুর তীব্র সমালোচনায় মুখর হনএকজন বলেন, এই শব্দটি বিশেষ পেশার মেয়েরা ব্যবহার করে
কিন্তু সোমবার স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সংসদের কার্যপ্রবাহ থেকে চুদুরবুদুরবাদ (এক্সপাঞ্জ) করা হবে নাচুদুরবুদুর নিয়ে আর যাতে রসিকতা বা সমালোচনার ঝড় উঠে তাই, বিটিআরসি  কর্তৃক চুদুরবুদুরডটকমনামের ওয়েবপেজটি বন্ধ করে দেওয়া হয়েছে

ধন্যবাদান্তে, 

হাসান ইমতি

অকপট  
সত্য যেথা দ্বিধাশূন্য, মুক্ত যেথা বাক ।

তথ্য সুত্রঃ ইন্টারনেট ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন