বুধবার, ৭ আগস্ট, ২০১৩

ঈদ শপিং টিপস ।



ঈদের শপিং বলে কথা! ছোটখাট ঝামেলা থেকেই যায়আমরা প্রায়ই বুঝতে পারি না কিভাবে কি করবো ? কাকে কী দেব? শেষমেস দেখা যায় পরিকল্পনার অভাবে পুরো বিষয়টাই খাপছাড়া হয়ে যায় । দেখা যায় ইচ্ছে ছিল একরকম কিন্তু হয়ে গেছে অন্য কিছু। তাই এই ধরনের পরিস্থিতি এড়াতে ঈদের কেনাকাটা সহজ করতে কিছু টিপস্


মার্কেটে যাওয়ার আগের প্রস্তুতিঃ
  • শপিংএ যাবার আগে প্রয়োজনীয় পণ্যের একটি তালিকা করে ফেলুনএতে কম সময়েই আনেক প্রয়োজনীয় পণ্য কেনা সম্ভব হবে
  • এরপর ভেবে দেখুন কোনদিন শপিং করতে যাওয়া আপনার জন্য সুবিধা হবেসে রকম একটা দিন নির্বাচন করুন
  •  ঠিক করে নিন কাকে কেমন দামের মধ্যে পোশাক ও আনুষঙ্গিক জিনিস কিনে দেবেনএতে করে অযথা ঘোরাঘুরির পেছনে সময় নষ্ট হবে না
  • শপিংএ যাওয়ার প্রস্তুতি নিনবাইরে ভ্যাপসা গরম, এ সময় স্বাভাবিক সুতি পোশাক পরুন
  • যে কোনো সময় বৃষ্টি হতে পারে ব্যাগে ছাতা রাখুন
  • যদি শীতাতপ নিয়ন্ত্রিত শপিংমলে না যান তবে বাচ্চাদের না নেওয়াই ভালো
  • শিশুদের পোশাক কেনার দিন তাদের সাথে নিন এবং তাদের পছন্দ মতো পোশাক কিনুন
  • পোশাক কেনার সময় যার জন্য কিনছেন তার বয়স, পেশা, রুচি এবং প্রয়োজনের বিষযটি বিবেচনায় রাখুন
  • সব কেনাকাটা একদিনে না করে, কয়েক বারে করুনএতে যা কিনছেন সেগুলোর মান ভালো থাকবে ।
  • ঠিক করে নিন কাকে কেমন দামের মধ্যে পোশাক ও আনুষঙ্গিক জিনিস কিনে দেবেনএতে করে অযথা ঘোরাঘুরির পেছনে সময় নষ্ট হবে না
  • সব টাকা সঙ্গে না নিয়ে চেষ্টা করবেন এটিএম কার্ড থাকলে সঙ্গে নেওয়ার কারণ মার্কেট করতে গিয়ে টাকা শেষ হয়ে গেলে কাছের কোনো বুথ থেকে টাকা তুলে নিতে পারবেনতা না হলে আপনার সঙ্গে যে থাকবে তার কাছেও কিছু টাকা রাখতে পারেন
  • ভারী কোনো গহনা পরে শপিংয়ের উদ্দেশ্যে বের হবেন নাশপিংয়ের সময় সবসময় আরামদায়ক পোশাক ও স্যান্ডেল ব্যবহার করুনহাই হিল পরে শপিংয়ে যাবেন না শপিংয়ে যাওয়ার সময় অযথা সাজগোজ করবেন নাশপিংয়ে গেলে এমনিতে ভিড়ের মধ্যে গরম লাগবেএতে আপনার সাজই অর্থহীন হবে
    যদি শীতাতপ নিয়ন্ত্রিত শপিংমলে না যান তবে বাচ্চাদের না নেওয়াই ভালো
  • রোজার সময় দিনের বেলায় শপিং করতে গেলে অবশ্যই ইফতারের সময় সম্পর্কে সচেতন থাকবেন
  • শপিংয়ের সময় বড় ব্যাগ নিয়ে গেলে বেশ সুবিধা পেতে পারেনকারণ প্রচুর কেনাকাটা করলে অনেক ব্যাগ তা একটার মধ্যে ঢুকিয়ে রাখলে বহনে সুবিধা হবে যদি সঙ্গে অনেক মানুষ থাকে তবে যে কোনো একজনকে দিয়ে সেগুলো বাড়িতে পাঠিয়ে দিতে পারেন
  • যাকাত যদি নগদ অর্থের পরিবর্তে পোশাকের মাধ্যমে দিতে চান তবে ওগুলোও আগেই কিনে রাখুন ।


কেনার সময় বিশেষ সতর্কতাঃ
  • প্রথমে ঠিক করবেন কোন জিনিসটা আগে কিনবেনযেটি টার্গেট করবেন সেটি কেনা হয়ে গেলে অন্যটি কিনবেনযদি একসঙ্গে অনেক ধরনের জিনিস কিনতে যান, তাহলে শপিংয়ে অনেক সময় নষ্ট করবেন
  • কেনার সময়ে পোশাকের রঙ, সেলাই, মান এবং দাম ভালো করে দেখে নিনকোনো সমস্যা থাকলে বদলে নিন
  • খুব জলদি কোনো জিনিস কিনে ফেলবেন নাকেনার আগে অবশ্যই ভালো করে দেখে নেবেন জিনিসের কোনো সমস্যা আছে কি-নাসবার পছন্দ হবে কি-না
  • আপনি কী ধরনের জিনিস চান তা দোকানদারকে বলবেনঅযথা দোকানে নিজে খুঁজে সময় নষ্ট করবেন নাতাদের বললে তারা বের করে দেবেন
  • কোথায় কত টাকা দিয়ে জিনিস কিনছেন তা লিখে রাখুনএতে টাকার পরিমাণটা ঠিক থাকবেহিসাবেরও গরমিল হবে না
  • কেনাকাটা শেষে বিল দেবার পর, বিলের তালিকার সাথে জিনিসের সংখ্যা মিলিয়ে নিনএতে ভুল হবার সম্ভাবনা থাকে না
  • বিল রিসিট ফেলে না দিয়ে কিছুদিন রেখে দিনহঠাৎ কোনো জিনিস বদলানোর সময় কাজে লাগবে
  • বড় শপিংমলগুলো ঈদের কেনাকাটায় পুরস্কার ঘোষণা করেকুপন সংরক্ষণ করুনএকটি শাড়ী কিনে হয়তো গাড়ি জিতে যাবেন!

 

হাসান ইমতি

অকপট  
সত্য যেথা দ্বিধাশূন্য, মুক্ত যেথা বাক ।  

থ্যসুত্রঃ ইন্টারনেট । 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন