মঙ্গলবার, ২৩ জুলাই, ২০১৩

চলুন শিখি যাদু ।



আমরা তো অনেক সময়, অনেক জায়গায় সরাসরি বা টিভির পর্দায় অনেক রকম যাদু বা ম্যাজিক দেখেছি । দেখে চমকিত হয়েছি । কেমন হয় যদি আজ আপনিই হয়ে যান একজন ক্ষুদে যাদুকর ? চলুন চটপট শিখে ফেলি কিছু যাদু । শেখার আগে বলছি প্রায় সব যাদুই আসলে একধরনের কৌশল, চালাকি বা হাত ছাফাই । যাদুর ঐ কৌশলটা জেনে গেলে হয়তো ঐ যাদুর মজা কমে যতে পারে । আর কথা নয়, আসুন শুরু করা যাক ।

লেবুর গায়ে রক্ত

উপকরণঃ একটি ছুরি, কয়েকটি লাল জবাফুল, একটি বড় রসালো লেবু ।

প্রক্রিয়াঃ একটি ছুরিতে লাল জবাফুল ঘষে শুকিয়ে নিতে হবে এভাবে চার পাঁচবার করে করতে হবে খেলা দেখাবার সময় এ ছুরি দিয়ে একটি বড় লেবুর গায়ে মাঝ বরাবর বসিয়ে কাটলে ওই লেবু হতে রক্ত ঝরতে থাকবে

ডিম বোতলে প্রবেশ করানো

উপকরণঃ একটি টাটকা হাসের ডিম, ভিনেগার, ডিম ভিজানোর  জন্যএকটি পাত্র, একটি কাচের বোতল ।  

প্রক্রিয়াঃ একটি টাটকা হাঁসের ডিম নিয়ে চার পাঁচ ঘন্টা ভিনেগারে ভিজিয়ে রেখে দিলে ডিম নরম হয়ে যায়  তখন ডিমকে বোতলের মধ্যে প্রবেশ করানো যায়

হাতের উপর জলন্ত কাপড়

উপকরণঃ ঘৃতকুমারীর শাঁস, জ্বলন্ত কাপড় ।

প্রক্রিয়াঃ এটা করতে হলে আগে থেকে দুহাতে ঘৃতকুমারীর শাঁস মাখিয়ে শুকাতে হবে,পরে জলন্ত কাপড় হাতে রাখলে হাত পুড়ে যাবে না

নকল জ্যোৎস্না

উপকরণঃ অন্ধকার ঘর, একটি লোহার হাতা, তামার গুঁড়ো ।

প্রক্রিয়াঃ এই খেলা দেখাতে হলে একটি অন্ধকার ঘর দরকার সে ঘরে একটি লোহার হাতার উপর কিছু গন্ধক গলিয়ে তার উপর অল্প পরিমানে তামার গুঁড়ো ফেলে দিতে হবে,এতে ঘর জ্যোৎস্নার ন্যায় আলোতে ভরে যাবে


হাসান ইমতি

অকপট  
সত্য যেথা দ্বিধাশূন্য, মুক্ত যেথা বাক ।  

থ্যসুত্রঃ ইন্টারনেট ।       



৬টি মন্তব্য: