মঙ্গলবার, ১৬ জুলাই, ২০১৩

দৈনন্দিন জীবনে রাসুল (সাঃ) এর সুন্নাত ও আদর্শের প্রতিফলন ।



পরম করুনাময় ও অসীম দয়ালু মহান আল্লাহ্ নামে শুরু করছিরাসুল (সাঃ) এর জীবন হল উম্মতে মুহাম্মাদীর জন্য সর্বোত্তম শিক্ষণীয় ও অনুকরণীয় জীবনাদর্শ । আমি এখানে শুধুমাত্র কয়েকটি উদাহরন দিচ্ছিএ থেকেই ইনশা-আল্লাহ্, আপনি বুঝে যাবেন আপনার করনীয় কি

.  আপনি প্রতিদিন রাতে ঘুমাতে যাবেন এটাই স্বাভাবিককিন্তু যদি আপনি ডান কাধে ঘুমান এবং শুধু এতটুকু চিন্তা করেন যে, এটা রাসুলের(সঃ) সুন্নততাহলে খুব সহজেই সারারাত ইবাদত করার এবং সহজে নেকি উর্পাজনের উপায় পেয়ে গেল যদিও পরে হয়ত আপনি ঘুমের ভিতর বাম কাধে বা অন্যভাবে ঘুমাবেন তবুও আপনি নেকি পেতে থাকবেন ইনশা-আল্লাহ্

. আপনি প্রতিদিন হয়ত ১, বা ৩ বার দাত পরিস্কার করেনপরিস্কার করার সময় শুধু এতটুকু চিন্তা করুন এটা সুন্নতইনশা-আল্লাহ্ আপনি সহজেই অনেক নেকি হাসিল করতে পারবেন

. পানি আপনি সব সময় ডান হাত দিয়ে পান করেনএখন থেকে চিন্তা করবেন ডান হাতে পানি পান করা সুন্নতআর জেনে রাখুন রাসুল(সঃ) প্রিয় ১২ টি খাবরের মধ্যে পানি একটি খাবার

. ঘরে প্রবেশের সময় ডান পা দিয়ে প্রবেশ করুন

. আপনি দুধ খেতে পছন্দ করেনদুধ খান আর মনে মনে চিন্তা করুন রাসুল(সঃ) দুধ পছন্দ করতেন

. মধু খেতে কার না ভাল লাগেরাসুল(সঃ) মধু পছন্দ করতেনআর মধু যা মৃত্যু ব্যতিত সকল রোগের ঔষধ

. খেজুর, আঙ্গুর, ডালিম/বেদনা মজার এইসব ফলগুলি রাসুল(সঃ) পছন্দ করতেন

. টয়লেটে আপনি প্রতিদিন যানএখন থেকে টয়লেটে প্রবেশের সময় বাম পা দিয়ে প্রবেশ করুনকারন এটাও সুন্নত

. আপনি কম-বেশি প্রতিবেশির খোজ খবর নিয়ে থাকেনএখন থেকে মনে রাখবেন এটা অনেক বড় নেক আমল

১০. বন্ধুকে দাওয়াত দিয়ে হালাল খাবার খাওয়ানো সুন্নত

১১. পোশাক পরার সময় ডান দিক থেকে শুরু করুনকরান এটাও সুন্নত

১২. আপনি সব সময় বসে ছোট(এস্তেনজা) কাজটা করে থাকেন এখন থেকে মনে রাখবেন বসে ছোট(এস্তেনজা)কাজ করা সুন্নত

১৩. আপনি কারো কাছ থেকে পাওনা টাকা নিয়ে তার সামনে দাড়িঁয়ে গুনতে শুরু করেছেন, তখন মনে মনে বলুন টাকা গুনে নেওয়া ও দেওয়া সুন্নত

১৪. নিজের মা-বাব, স্ত্রী-সন্তান, ভাই-বোনদের জন্য উপহার কিনলেনউপহার দেওয়া সুন্নত

১৫. আপনি টয়লেটে প্রবেশের সময় বাম পা দিয়ে প্রবেশ করুন, কারন এটা সুন্নত

১৬. ফকিরকে এক টাকা দান করলেন এটাও

১৭. আত্বীয় স্বজনদের সাথে আপনার সম্পর্ক খুবই ভালতবে জেনে রাখুন, আত্বীয় সম্পর্ক বিচ্ছেদ কারী জান্নাতে প্রবেশ করতে পারবে নানিঃসন্ধেহে আপনি রাসুলের অনেক প্রিয় উম্মত এবং প্রিয় বান্দা

আর এভাবেই আমরা খুব সহজেই অনেক নেকি অর্জন করতে পারবযা আমাদেরকে জাহান্নাম হতে রক্ষা করতে পারে(যদি আল্লাহ্ চান)
আসলে আমাদের প্রতিটি কাজ হওয়া উচিৎ আল্লাহর খুশির জন্যইকাউকে ভালবাসা বা ঘৃনা করা সবকিছুই করতে হবে আল্লাহর জন্যই
ধন্যবাদান্তে, 

হাসান ইমতি

অকপট  
সত্য যেথা দ্বিধাশূন্য, মুক্ত যেথা বাক ।  
 
সূত্র - Peace TV Bangla

1 টি মন্তব্য:

  1. শুকরান, জাযাকাল্লাহ খাইর। হাদিসগুলো তথ্যসমৃদ্ধ হলে আরো সুন্দর হতো।

    উত্তরমুছুন